স্টাফ রিপোর্টার,মোঃ শাহজাহান খন্দকার
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় স্ত্রী বাপের বাড়ি গিয়ে নিজ বাড়িতে না আসায় স্ত্রীর সাথে অভিমান করে বিষপানে এক যুবক আত্মহত্যা করেছেন।
নিহত যুবক আসাদুল হক (৩০) উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল গ্রামের আবের আলীর ছেলে।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে ঘরে রাখা কীটনাশক পান করেন আসাদুল । এক পর্যায়ে বিষক্রিয়ায় চিৎকার শুরু করলে পরিবারের লোকজন বিকেল ৩ টার দিকে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পুলিশ সুত্রে জানা যায়, স্ত্রী থাকার পরও অন্য নারীর সাথে পরকীয়ায় লিপ্ত ছিলেন এক সন্তানের জনক আসাদুল। একমাস আগে এ নিয়ে মনোমালিন্য হওয়ায় বাপের বাড়ী চলে যান স্ত্রী। অনেক চেষ্টা করলেও ফিরে আসেননি। তাই অভিমান করে সোমবার দুপুরে আত্মহত্যা করেছে।
ফুলবাড়ী থানার এসআই এবং নাওডাঙ্গা ইউনিয়ন বিট পুলিশ অফিসার একরামুল হক জানান, পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।
Leave a Reply