বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের খিলগাঁও জোনের উদ্যোগে রাজধানীর মুগদা এলাকায় শ্রমজীবী মেহনতি মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের,ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম উপদেষ্টা ড. মু. শফিকুল ইসলাম মাসুদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মোঃ আব্দুস সালাম,ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা মিঠু, এবং খিলগাঁও জোনের সভাপতি মোঃ সামিউল ইসলাম।
আরও উপস্থিত খিলগাঁও জোনের সহকারী পরিচালক মোঃ হাফিজুর রহমান, মুগদা থানা সভাপতি আহসানুল্লাহ শামীম, জোনের আইটি সম্পাদক মারুফ মাহমুদ প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মু.শফিকুল ইসলাম মাসুদ বলেন । বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ১৯৬৮ সালের ২৩ জুন প্রতিষ্ঠার পর থেকেই শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শ্রমিকের প্রকৃত কল্যাণ তখনই প্রতিষ্ঠিত হবে যখন ইসলামী শ্রমনীতি এই বাংলাদেশ জমিনের প্রতিষ্ঠিত হবে ।
তিনি আরো বলেন, মাহে রমজানের প্রকৃত শিক্ষাকে আমাদের কাজে লাগিয়ে বাকি ১১ টি মাস আমরা পরিচালিত হতে পারি সে প্রচেষ্টা সর্ব অবস্থায় অব্যাহত রাখতে হবে । মাহে রমজানের রোজা পালনের মাধ্যমে রোজাদারদের জন্য একটি খুশির দিন হল ঈদুল ফিতর । তাদের জন্য যারা রমজান মাসে সিয়াম সাধনায় কাটিয়েছে কোরআন তেলাওয়াত কাটিয়েছেন নফল ইবাদত এবং তাহাজ্জুদের নামাজ মনোনিবেশ করেছে।
একজন ঈমানদার শুধুমাত্র একটি দিন ঈদের আনন্দ উপভোগ করবে না সে প্রতিটা দিন ঈদের আনন্দ উপভোগ করবে যেমনটি করে ফজরের নামাজের পরে আল্লাহর হুকুম পালন করার মধ্য দিয়ে সেই ঈদের আনন্দ উপভোগ করবে এবং ঈমানের জাজবা শাণিত করবে।
আজকে রমজান মাসের ফজিলত সম্পর্কে আমরা জানি, নামাজের ফজিলত সম্পর্কে আমরা জানি, হজ্ব ফজিলত সম্পর্কে আমরা জানি । কিন্তু ইকামতে দ্বীনের ফজিলত সম্পর্কে এবং জিহাদ ফি সাবিলিল্লাহ কাজের অগ্রগামী সৈনিকের ফজিলত সম্পর্কে আমরা জানার চেষ্টা করি না এবং আমরা অনেক ক্ষেত্রে মানার চেষ্টাও করি না । আল্লাহ কোরআনে রোজা ফরজ করেছে আবার আল্লাহ রাব্বুল আলামীন কুরআনে ইকামতে দ্বীনের কাজকে এবং জিহাদ ফি সাবিলিল্লাহ কাজকে ফরজ করেছে । তাই রোজার শিক্ষাকে কাজে লাগিয়ে ইকামতে দ্বীনের কাজে, জিহাদ ফি সাবিলিল্লাহ এই আন্দোলনে আমাদের সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
খবর সম্পর্কে মন্তব্য করুন