অসামাজিক কার্যকলাপ এবং অপকর্মের কথা শালিসি মজলিসে প্রকাশের জেড় ধরে ফরহাদ শেখ (২৫)নামে এক যুবককে লোহার রড, দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন একই এলাকার কিছু মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী প্রকৃতির লোক। ঘটনাটি গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কোষাদিয়া গ্রামে শনিবার পৌনে বারোটার দিকে এই ঘটনা ঘটে। পরে শেখ ফরিদের বাবা আঃ কুদ্দুস বাদী হয়ে মূল আসামি চার জনের নাম উল্লেখ করে এবং আরও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, ১.শ্রাবণ (২০)পিতা: মহিউদ্দিন। ২) ফারদিন (২০)পিতা: শরিফ উদ্দিন । ৩)আলমগীর (২৫) পিতা মহিউদ্দিন।(৪) মাসুম২৫; পিতা আমির হোসেন। উভয়ই কুশা দিয়া গ্রামের বাসিন্দা।
এদিকে আহত ফরিদকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজানক হওয়াতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করে।
এঘটনার বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন,অভিযোগ পেয়েছি, অভিযোগ তদন্তকারী হিসেবে একজন অফিসারকে সেখানে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
খবর সম্পর্কে মন্তব্য করুন