প্রকাশনা প্রতিষ্ঠান ‘সমকালীন প্রকাশন লিমিটেড’-এর জন্য একজন দক্ষ, মেধাবী ও কর্মঠ ‘অ্যাকাউন্টেন্ট’ আবশ্যক।
.
পদের নাম: অ্যাকাউন্টেন্ট
.
অ্যাকাউন্টেন্ট পদে প্রার্থীর যোগ্যতা :
——————————————
.
— সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
— সংশ্লিষ্ট পদে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
— ট্যাক্স এবং ভ্যাট নিয়ে ভালো জ্ঞান থাকতে হবে।
— ট্যালি কিংবা রিকগনাইজড অন্য যেকোনো সফটওয়ারে হিসাবরক্ষণে দক্ষতা থাকতে হবে।
— ইসলামি ফাইনান্সে জ্ঞান থাকলে অগ্রাধীকার দেয়া হবে।
.
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা :
—————————————
আলোচনার ভিত্তিতে প্রচলিত মার্কেট স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্ধারিত হবে, ইন শা আল্লাহ।
.
কর্মস্থল :
————
পুরানা পল্টন, ঢাকা।
.
কাজের ধরণ :
——————
ফুল-টাইম (৯টা—৬টা)। এর মধ্যে লাঞ্চ আওয়ারে ১ ঘণ্টা ৩০ মিনিট নামায, খাবার ও বিশ্রামের জন্য বিরতি দেওয়া হয় এবং আসরের সালাতের পর ১০ থেকে ১৫ মিনিটের জন্য দ্বীনি বিষয়ে আলোচনা করা হয়।
.
আবেদনের পদ্ধতি:
————————
আগ্রহী প্রার্থীদেরকে পদের নাম উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত somokalin@outlook.com এই ঠিকানায় ইমেইল পাঠানোর অনুরোধ করা যাচ্ছে।
.
সিভি পাঠানোর সময়সীমা :
———————————
আগামী ১০ জুন, ২০২২।
.
বিশেষ দ্রষ্টব্য :
——————
উল্লিখিত পদে পার্টটাইম কিংবা বাসায় বসে কাজের কোনো সুযোগ নেই। মেসেঞ্জারে পাঠানো সিভি অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।
খবর সম্পর্কে মন্তব্য করুন