ওসমান গনি,স্টাফ রিপোর্টার
সারা দেশের মতো মুন্সীগঞ্জের ছয় উপজেলায় মঙ্গলবার(১১ অক্টোবর)থেকে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রথমদিনে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত শতাধিক সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি চলে।জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়,১২ দিনের কর্মসূচিতে পর্যায়ক্রমে জেলার সকল স্কুলে শিশুদের টিকা প্রদান করা হবে।প্রথম ডোজের ৮ সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
সুরক্ষা অ্যাপের মাধ্যমে শিশুদের রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবে শিশুরা।শিক্ষাপ্রতিষ্ঠানে শেষ হলে বাকি অন্য শিশুদের টিকা দেওয়া হবে।এদিকে সকাল থেকে টিকা কেন্দ্রগুলোতে দেখা যায় শিশুদের ভীড়।দুপুর ১টার মধ্যেই অধিকাংশ কেন্দ্রে টিকা প্রদান শেষ হয়ে যায়।কৌতূহল উৎসাহ নিয়ে শিশুদের টিকা নিতে দেখা যায়।শিশুদের টিকা প্রদানে আনন্দিত অভিভাবকরাও।
খবর সম্পর্কে মন্তব্য করুন