একদিন তুমি আমি সারাবেলা লিখে নেবো
ছুয়ে দেবো আকাশের গাল,
মেঘ মেঘ খেলাশেষে ফিরে এলে অবশেষে
রেধে নেবো দুইমুঠো চাল।
একদিন তুমি আমি পুরোবেলা ছুটি নেবো
ডুব দিতে সাগরের মাঝ,
ঢেউ ঢেউ ভাসাভাসি দরিয়ার কাছাকাছি
ফিরবো যে গোধূলির সাজ।
একদিন তুমি আমি সারাবেলা গুম হবো
ঘুম ছেড়ে বিকেলের দিক,
বিষ্টিতে ভিজে ভিজে তুমি আর আমি নিজে
ফেরা হবে সন্ধ্যায় ঠিক।
একদিন তুমি আমি সারারাত জেগে রবো
দেখে দেখে দ্বাদশীর চাঁদ,
জোনাকির রং মেখে ডাহুকের ঢং দেখে
ভুলে যাবো সব অবসাদ।
এই ভাবে দিনদিন ঘুরেফিরে সারাদিন
কেটে যাবে স্বপ্নের ঘোর,
আসবে কি আসবেনা সেই দিন নেই জানা
খুলবে কী ভাবনার দোর!
১০ জুন,২০১৮
Leave a Reply