
নরসিংদী জেলা প্রতিনিধিঃ
রায়পুরার উপজেলা ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে উপজেলা রাধানগর ইউনিয়ন ব্যানারে ও তৃণমূল আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জুন) বিকেলে উপজেলা সাহেব বাজারের জনাব শেখ বাবুর চৌধুরী সভাপতিত্বে
এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ছে।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ০৫ রায়পুরা আসন থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী ও আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য জনাব রিয়াদ আহমেদ সরকার।
তার বক্তব্যে বলেন, জাতির মূক্তিসনদ খ্যাত ঐতিহাসিক ছয় দফা জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মত্যাগের সংগ্রামী একটি দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের অন্যতম গৌরবময় অধ্যায় হলো ৬ দফা আন্দোলন। বঙ্গবন্ধুর ৬ দফা কর্মসূচি শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচিই ছিল না। পরে ৬ দফা এক দফায় রূপান্তরিত হয়। ৬ দফা আন্দোলন না হলে এদেশের স্বাধীনতা আসতো না। এই ৬ দফা আন্দোলনের মধ্য দিয়েই ১৯৬৯ এর গণঅভ্যূত্থান, ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ তথা বাঙালির বিপুল বিজয় এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে বিশ্বের স্বাধীন মানচিত্রে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। ৬ দফা আন্দোলনের মধ্য দিয়েই শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’তে রূপান্তরিত হন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামীদিনে পথ চলতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথি আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা মো,আফজাল হোসাইন।
পরে আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত ও দলের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা এবং দেশ ও দশের কল্যাণে দোয়া করা হয়।