জাকির ইসলাম মিন, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগামী বাজেটে অর্থ বরাদ্দ রংপুরাঞ্চলের বৈষম্য দূরীকরণসহ ৬ দফা দাবীতে আগামী ১৪ মে সকালে তিস্তা ডিগ্রী কলেজ মাঠে তিস্তা কনভেশন অনুষ্ঠিত হবে।
তিস্তা কনভেশন বাস্তবায়নে (২৪ এপ্রিল) তিস্তা রেলসেতু মুল পয়েন্টে আলোচনা সভা ও ইফতার করেন তিস্তা তরুণ ব্রিগেড।
এসময় উপস্থিত ছিলেন, গনেশ কুমার দেব শার্ম্মা সভাপতি তিস্তা তরুণ ব্রিগেড, হযরত আলী সাধারণ সম্পাদক তিস্তা তরুণ ব্রিগেড, জাকির ইসলাম মিন যুগ্ম সাধারণ সম্পাদক তিস্তা তরুণ ব্রিগেড, আসাদুজ্জামান দুর্জয় সাংগঠনিক সম্পাদক তিস্তা তরুণ ব্রিগেড, মিজানুর রহমান সদস্য, ফরিদুল ইসলাম সদস্য, মোজাম্মেল হক বকুল প্রমুখ।
আলোচনা সভায় রংপুরাঞ্চলের ২ কোটি মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ১৪ মে অনুষ্ঠিত তিস্তা কনভেশন সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান
খবর সম্পর্কে মন্তব্য করুন