
আবির হোসেন সজল, লালমনিরহাট :
অদ্য (১০ জুলাই) ৭৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসাবে মাঠ সমিক্ষা কার্যক্রম গ্রহণের নিমিত্তে ১০ জন প্রশিক্ষনার্থী কর্মকর্তাকে জেলা পুলিশ, লালমনিরহাটের পক্ষ হতে শুভেচ্ছা জানান লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আতিকুল হক (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান (ক্রাইম এন্ড অপস্), সহকারী পুলিশ সুপার (প্রবি.)।
পুলিশ সুপার কার্যালয় লালমনিরহাট কনফারেন্স রুমে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের মাঝে পরিচয় পর্ব শেষে লালমনিরহাট জেলা সম্পর্কে ও জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের জানানো হয়। এছাড়া বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সমসাময়িক বিষয়ে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। বক্তব্য শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে জেলা পুলিশের পক্ষ হতে উপহার সামগ্রী প্রদান করেন।