ক্রিয়া প্রতিনিধি:
বৃষ্টি কারনে প্রথমে ম্যাচ শুরু হতে দেড়ি হয়। তার পর শুরু হয় খেলা
প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ।
ব্যাটসম্যানদের ১৭ ওভারে আয়ারল্যান্ডকে ২০৩ রানের বিশাল টার্গেট দেয় বাংলাদেশ!
শুরু থেকে আইরিশ বোলারদের উপর ব্যাটিং তাণ্ডব চালায় বাংলাদেশের দুই ওপেনার লিটন-রনি, আর সেই একইভাবে শেষ পর্যন্ত টেনে নিয়ে যায় সাকিব ও হৃদয়, শেষটাও করেন দারুন ভাবে!
লিটনের স্ট্রাইক রেট ২০২.৪৩, রনির স্ট্রাইক রেট ১৯১.৩০, সাকিবের স্ট্রাইক রেট ১৫৮.৩৩ ও হৃদয়ের স্ট্রাইক রেট ১৮৪.৬১ করে।
ব্যাটিং তাণ্ডবের পর ক্যাপ্টেন সাকিবের অসাধারণ বোলিংয়ে ওডিআইয়ের পর টি-২০ সিরিজও জিতে নিল বাংলাদেশ!
আয়ারল্যান্ডের সাথে বড় দলের মতই ক্রিকেট খেলেছে বাংলাদেশ আর প্রতিটা ম্যাচে বড় দলের মতো করেই তাদেরকে হারিয়ে।
স্কোরঃবাংলাদেশ ২০২-৩(১৭)
*লিটন কুমার দাস ৮৩(৪১).
*রনি তালুকদার ৪৪(২৩)
*সাকিব আল হাসান ৩৮(২৪)***
আয়ারল্যান্ড ১২৫-৯(১৭)
*ক্যাম্ফার ৫০(৩০)…
সাকিব ৫-২২(৪)
খবর সম্পর্কে মন্তব্য করুন