ইসলামী ব্যাংক চক মোগলটুলি শাখার উদ্যোগে ‘সার্বজনীন কল্যাণে মাহে রমযান’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ২৫ এপ্রিল ২০২২ অনুষ্ঠিত হয় । ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবপুর কর্পোরেট শাখাপ্রধান এ কে এম মাহবুব মোরশেদ। মাহফিলে মূল আলোচনা উপস্থাপন করেন বকশী বাজার বায়তুল মামুর জামে মসজিদের খতিব ড. হায়দার আলী আকন্দ । স্বাগত বক্তব্য দেন চক মোগলটুলি শাখাপ্রধান মোঃ জিয়াউল্লাহ। শাখার কর্মকর্তা, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিগণ মাহফিলে অংশগ্রহণ করেন।
খবর সম্পর্কে মন্তব্য করুন