
কুড়িগ্রাম প্রতিনিধি (শাহজাহান খন্দকার)
কুড়িগ্রাম জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে উলিপুর থানা কর্তৃক ১০৫ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানা পুলিশ উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে বটতলী বাজার থেকে ১০৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রয় ও ব্যবসার সাথে জড়িত সবুজ মিয়া ওরফে ছোট সবুজ(২১) কে আটক করে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ অর্থও উদ্ধার করা হয়।
গ্রেফতার কৃত সবুজ(২১) কুড়িগ্রাম জেলা উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাদি গ্রামের বাসিন্দা, পিতাঃআব্দুল হামিদ।
এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্রি কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে কুড়িগ্রাম পুলিশ।
ADVERTISEMENT
ADVERTISEMENT
Advertisement. Scroll to continue reading.