কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ব্যবসায়ীক বৃহৎ সংগঠন উলিপুর বণিক সমিতির বাৎসরিক সাধারন সভা উলিপুরের গুন্জন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
আজ ( ১৭ সেপ্টেম্বর) শনিবার বিকাল ৩ ঘটিকায় উলিপুর গুন্জন কমিউনিটি সেন্টারে উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার সভাপতিত্বে ও বণিক সমিতির সাঃসম্পাদক মাঈনুল হোসেন মন্ডল দুলুর সঞ্চালনায় শতভাগ সদস্যের উপস্থিতিতে সাধারন সভায় বক্তব্য রাখেন উলিপুর বণিক সমিতির ১ নং যুগ্ম সাধারন সম্পাদক আঃ মান্নান, যুগ্ম সম্পাদক নুরে আলম সিদ্দিক, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চাদ। বাৎসরিক সাধারন সভায় সমিতির সাঃসম্পাদক গত দুই দফায় ৫ বৎসরের সকল আয় ব্যায় ও অনুদানের অর্থ সহ বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের ব্যাখ্যা দেন।
অনুষ্ঠানের প্রথম সভার বিরতির পর উপস্থিত সকল ব্যাবসায়ীক সদস্যদের সাথে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করে সাধারনের মতামত গ্রহন করা হয়।
উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা সাধারন সভার সভাপতির বক্তব্যে চলতি কমিটির বিলুপ্তি ঘোষনা করেন এবং উপদেষ্টা মন্ডলীর হাতে কমিটির দায় দায়িত্ব অর্পন করেন। এসময় উলিপুর বণিক সমিতির উপদেষ্টা মরহুম রিয়াজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। উপদেষ্টা মন্ডলী আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন কমিশন গঠনপুর্বক সাধারন নির্বাচনের ব্যবস্থা করবেন।
অনুষ্ঠানের শেষে বণিকদের নিয়ে এক র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
খবর সম্পর্কে মন্তব্য করুন