
সাফ জয়ী বাংলাদেশ ফুটবল দলের নারীরা যেন একেক জন বাঘীনি। দুর্দান্ত পরিশ্রম ও আত্মত্যাগে তারা সবার হৃদয়ে নিজেদের জন্য করে নিয়েছেন এক স্থায়ী অবস্থান। সব বাধা পেরিয়ে দেশকে দিয়েছিল সাফল্যের হাসি।
তবে এসবই পুরোনো খবর। নতুন খবর হলো মালদ্বীপের ঘরোয়া ফুটসাল টুর্নামেন্টের এক ম্যাচে একাই ১১ গোল করেছেন সাফ জয়ী বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। অন্যদিকে বাংলাদেশি মাতসুশিমা সুমাইয়া করেছেন ৬ গোল। আর শুধু তাই নয়, ২৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ক্লাব এমওয়াইএসকে।
সব ধরনের ফুটবলেই গোলের বন্যা বইয়ে দেন সাবিনা। শুধু মালদ্বীপেই নয়, এর আগেও নেপালে সাফ জেতার মিশনেও তিনি প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর এক নামে পরিণত হয়েছিলেন। পুরো আসর মাতিয়ে গোল্ডেন বুট জেতেন তিনি। এমনকি শিরোপা জেতার পথেও আটটি গোল করেন।
আসরের শুরু থেকেই নিজের পায়ের জাদু দেখিয়ে গেছেন এই বাঘিনী। গ্রুপপর্বে মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল করেন তিনি। এরপর গ্রুপপর্বের ওই ম্যাচে পাকিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা