
কাউনিয়া প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় অটোচার্জার চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে চুরি করা অটোচার্জারের খন্ড খন্ড অংশ ও ব্যাটারি উদ্ধার করা হয়।
থানা সুত্রে যানা গেছে, গত ২৩ নভেম্বর সন্ধায় লালমনিরহাট জেলার তেলিপাড়া গ্রামের মৃতঃ আব্দুল মজিদের ছেলে জিয়ারত হোসেনের(৫২) অটোচার্জার টি গ্রেফতারকৃত ব্যাক্তিরা ভাড়া করে বিভিন্ন জায়গা ঘোরাফেরা করে এবং সুযোগ বুঝে আসামিগন অটোচার্জার চুরি করে নিয়ে আসে পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার উপজেলার টেপামধুপুর ইউনিয়নে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যাক্তিরা হলেন, উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামের আব্দুল আউয়ালের ছেলে সাজু আহম্মেদ পাভেল(৩০), এইক গ্রামের মৃতঃ আব্দুল আজিজের ছেলে নুরুন্নবী (৪৭),মৃতঃআব্দুর রশিদের ছেলে আশরাফুল আলম(৪০)।
কাউনিয়া থানার অফিসার ইনর্চাজ ওসি মোন্তাছের বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।