কাউনিয়া প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির সন্মোলন ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে আনন্দ মিছিল করেছে। আগামী কাল ১৮নভেম্বর উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত এক পথ সভায় বক্তব্য রাখেন, রংপুর জেলা জাতীয় পার্টি’র সদস্য ও উপজেলা জাতীয় পার্টি’র আহবাহক এ্যাডঃ শাহিন সরকার, রংপুর জেলা জাতীয় পার্টি’র সদস্য ও উপজেলা জাতীয় পার্টি’র সদস্য সচিব মোঃ মোশাররফ হোসেন, উপজেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি ছামছুল হক দুলাল, সাধারণ সম্পাদক বদিয়ার রহমান, উপজেলা যুব সংহতির সদস্য সচিব আব্দুর রহিম খোকন, উপজেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্র সমাজের আহবাহক সিদ্দিকুর রহমান নুপুর, সদস্য সচিব আব্দুর রহিম নিরব সহ বিভিন্ন ইউনিয়ন ও ওর্য়াডের নেতৃবৃন্দ।