কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ শিক্ষার রুপান্তর শুরু হয় শিক্ষকদের দিয়ে এ প্রতিপাদ্য নিয়ে কাউনিয়ায় বৃহস্পতিবার পালিত হয়েছে জাতীয় শিক্ষক দিবস।
দিবস উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা তারিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহফুজ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার,সমাজ সেবা অফিসার মোঃ সামিউল ইসলাম, মীরবাগ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আ কা মো জয়নাল আবেদীন,বড়ুয়া হাট বিএম কলেজের অধ্যক্ষ শাহ রেজাউল ইসলাম, কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আশফিকা বুলবুল পেস্তা, শিক্ষক নেতা রফিকুল ইসলাম প্রমূখ। সভার পূর্বে একটি রেলি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।