কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার
কুড়িগ্রাম জেলায় সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে, আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ প্রশাসন। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ প্রশাসন।
এরই ধারাবহিকতায় ১৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে কুড়িগ্রাম জেলা পুলিশ প্রশাসন এর আয়োজনে কুড়িগ্রাম সদর থানাধীন যতিনের হাট এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি, জঙ্গীবাদ, মাদক,বাল্যবিবাহ,নারী ও শিশু নির্যাতন সম্পর্কিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে জেলা পুলিশ প্রশাসন এর পক্ষ থেকে জনাব মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব সুশান্ত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব খান মোঃ শাহরিয়ার, অফিসার ইনচার্জ কুড়িগ্রাম থানা উপরোক্ত বিষয় সমূহের উপর বিস্তারিত আলোচনা করেন। এ সময় যতিনেরহাট এলাকার সুধি সমাজ সহ মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের সন্মানিত নাগরিক বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত উঠান বৈঠক যতিনের হাট এলাকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের সন্মানিত নাগরিকেরা একে অপরের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যে কোন অপরাধ মূলক কর্মকাণ্ড রুখে দেওয়ার এবং জেলা পুলিশকে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।