
ডা. অপূর্ব চৌধুরী
একজন পুরুষের সেক্স ড্রাইভ সবচেয়ে বেশি থাকে ১৪ থেকে ২৮ মাত্র । একজন নারীর ড্রাইভ বেশি থাকে ১৩ থেকে ২৬ মাত্র । তারপর কমতে থাকে একটু একটু করে । কিন্তু কমার রেশিও কম থাকে বলে এটি বোঝা যায় না সহজে ।
৩০ বছরের পর থেকে যত দিন বেঁচে থাকে, নারী ও পুরুষ উভয়ের, প্রতিবছর ড্রাইভ এন্ড ডিজায়ারের ১% করে কমতে থাকে ।
তার মানে আপনার যখন ৫০ বছর হয়, নারী হোক, পুরুষ হোক, স্বাস্থ্য ভালো থাকলে, শরীরে হরমোনজনিত কোন সমস্যা না থাকলে, আপনার সক্ষমতার মাত্র ২০% হারান । বাকি ৮০% অক্ষত থাকে ।
নারীদের এই বয়সে মেনোপজ হয় । অনেকের ধারনা এরপর সেক্স ড্রাইভ থাকে না বা কমে যায় । এটি ভুল । নারীদের এমন ধারনার কারণ : সামাজিক চাপ, দাম্পত্য মানসিক চাপ, পার্টনারের সাথে দূরত্ব এবং নতুন করে কারও সাথে সম্পর্কের সুযোগের অভাব, শরীরে বিভিন্ন রোগ বাঁধিয়ে ফেলা, সন্তানরা বড় হয়ে যাওয়ায় সামাজিক লজ্জায় চেপে রাখা, ধর্মীয় শাসনে নিজেকে বন্দি করে ফেলা, এমনসব কারণে সেক্স ড্রাইভ কমে যায় ।
তুলনামূলকভাবে পুরুষদের উপর এসব চাপ কম বলে তাদের একটিভ মনে হয় । বাস্তবে নারী ও পুরুষ, দুজনেরই একই সেক্স ডিজায়ার এন্ড ড্রাইভ থাকে ।
প্রজনন সক্ষমতার সাথে সেক্স ড্রাইভের কোন সম্পর্ক নেই ।
বয়স যখন কম থাকে, সেক্স ড্রাইভের বড় অংশ জুড়ে থাকে ফিজিক্যাল ডিমান্ড । বয়স যত বাড়তে থাকে ড্রাইভের বড় একটি অংশ থাকে মেন্টাল ডিমান্ড । মনে রাখবেন – সেক্স ড্রাইভ হলো ফিজিকেল এবং মেন্টাল ডিমান্ডের সমন্বয় ।
এই মেন্টাল এবং ফিজিক্যাল প্রপোরশান যখন সমান থাকে, তখন সেক্স প্লেজার তার সবচেয়ে পিক পয়েন্টে থাকে ।
সেক্স প্লেজারের ক্ষেত্রে পুরুষদের উত্তম বয়স ২২ থেকে ২৭ । নারীর উত্তম বয়স ২০ থেকে ২৫ ।
দুঃখজনক যে, আমাদের দেশে নারী-পুরুষ বিয়ে করে যখন ড্রাইভ তার কমতির দিকে যায় । আর যখন উপভোগের উত্তম সময়, তখন ওনারা জিকির করেন !
ছেলেদের বিয়ে করার পারফেক্ট বয়স হওয়া উচিত ২১ থেকে ২৫ ।
মেয়েদের বিয়ে করার পারফেক্ট বয়স হওয়া উচিত ১৯ থেকে ২৩ ।