ওসমান গনি স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সাখাওয়াত হোসেন ।
সোমবার দুপুরে বিদ্যালয় সভা কক্ষে গজারিয়া থানা পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দুই প্রার্থীর উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ।
নির্বাচনী ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো:জাকির হোসেন জানান শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচনী বিধিমালা মেনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ২ প্রার্থীর মধ্যে মোঃ সাখাওয়াত হোসেন কে ৬ জন ভোটার প্রকাশ্যে সমর্থন করে । অংশগ্রহণকারী মোঃ মাহবুব শিকদার ও মোঃ শখাওয়াত হোসেনের মধ্যে সভাপতি নির্বাচিত হলেন মোঃ শখাওয়াত হোসেন । পরাজিত প্রার্থী মোঃ মাহবুব সিকদার নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ করেন। নির্বাচনী ফলাফল ঘোষণার আগে নির্বাচন ভোটকেন্দ্র প্রাঙ্গনে নির্বাচন বর্জন করেছেন বলে সাংবাদিকদের কে জানান । গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী
জানান থানা পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ উপায়ে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
খবর সম্পর্কে মন্তব্য করুন