
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া মধ্যমকান্দি গ্রামে নতুন সড়কের ইট বসানোর কাজের শুভ উদ্বোধন করেন বাউশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান।
শনিবার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া মধ্যমকান্দি গ্রামে নতুন সড়কের ইট বসানোর কাজের শুভ উদ্বোধন করেন বাউশিয়া ইউনিয়ন পরিষদ
রাস্তাটি ওহাব আলী মিয়ার বাড়ী হইতে মোশারফ মিয়ার বাড়ি পর্যন্ত , এসময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম কল্যান বিষয়ক সম্পাদক মো.খোকন প্রধান,৮নং ওর্য়াডের ইউ, পি সদস্য আল মামুন প্রধান,সাবেক ছাত্রলীগ নেতা মাসুম সরকার, গজারিয়া উপজেলা সড়ক পরিবহন শ্রমিকলীগের সহ-সভাপতি শরীফ প্রধান বাউশিয়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সোহেল শাহরিয়ার, বিল্লাল, জাকির,সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ।
গ্রামবাসি সকলে চেয়ারম্যান সাহেব এর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন কারণ এই রাস্তাটা সম্পুর্ন হলে আশেপাশের লোকজন এর চলাচল করতে সুবিধা হবে এমনটাই জানান গ্রামবাসি।