ওসমান গনি, স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা আওয়ামী লীগ এর আমৃত্যু সভাপতি আলহাজ্ব সোলায়মান দেওয়ান এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত।
আজ সোমবার সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃমহসিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক আমিরুল ইসলাম,জেলা যুব লীগ নেতা আজিজুল হক পার্থের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বীর প্রতিক,উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক আবু তালেব ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী,সাবেক উপজেলা আওয়ামী লীগ নেতা সিকান্দার আলী,উপজেলা কৃষক লীগের আহবায়ক মোশারফ হোসেন মিন্টু,উপজেলা আওয়ামী যুবলীগ নেতা আবুল বাশার,উপজেলা জাতীয় শ্রমিক লীগ এর সভাপতি মোঃআনোয়ার হোসেন,বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাঃসম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃবোরহান উদ্দীন দেওয়ান,মোঃহাবিবুর রহমান, দেলোয়ার হোসেন,শাহ আলম,মোস্তফা সারওয়ার বিপ্লব,হারুন মোল্লা,মরহুমের দুই ছেলে জনিসহ উপস্থিত ছিলেন জেলা,উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আলোচনা ও স্মরন সভা শেষে মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়।
খবর সম্পর্কে মন্তব্য করুন