তুহিনুর রহমান তালুকদার, বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ:–
মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে অবস্থিত ডাঃ মহিউদ্দিন হাই স্কুল এ্যান্ড কলেজে আজ রোববার ২৬ শে মার্চ সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিকে ডাঃ মহিউদ্দিন হাই স্কুল এ্যান্ড কলেজের শ্রেনীকক্ষে ২৬ শে মার্চ ২০২৩ দেশের ৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন স্কুল কলেজ কতৃপক্ষ।
আলোচনা সভায় সহকারী শিক্ষক অবনী মোহন বিশ্বাসের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাহাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে কোরআন তেলাওয়াত পাঠ করেন মোছাঃ নাবিলা আক্তার ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন নুসরাত জাহান ইমা।
এসময় উপস্থিত ছিলেন, অন্নপূর্ণা গুপ্তা, মনোয়ারা খাতুন, নাজনীন বেগম, তাহমিনা আক্তার, কাজী ফয়েজ উদ্দিন, রতন কুমার, নরেশ চন্দ্র দাশ, সাংবাদিক সোহাগ সহ প্রমূখ।
আলোচনা সভায় সহকারী শিক্ষক অবনী মোহন বিশ্বাস বলেন, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের শৌর্য -বীর্যের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন আজ।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ ২৪ বছরের লড়াই-সংগ্রাম এবং তার নেতৃত্বে, এক সাগর রক্তের বিনিময়ে ছিনিয়ে আনা হয় বিজয়, লাল-সবুজের পতাকা সংবলিত স্বাধীন-সার্ভভৌম বাংলাদেশ। বিশ্বের মানচিত্রে স্থান করে নেয় একটি স্বাধীন দেশ হিসেবে তাঁর নাম বাংলাদেশ।
খবর সম্পর্কে মন্তব্য করুন