রংপুর প্রতিনিধিঃ-
দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ, কারাবন্দী নেতৃবৃন্দ ও উলামায়ে কেরামের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী।
বিক্ষোভ মিছিল পরবর্তী বক্তৃতায় রংপুর মহানগর আমীর মাওলানা এটিএম আজম খান বলেন- এই সরকারের আমলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেভাবে বেড়েছে, তাতে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠেছে।
তারা সারাদেশে আলেম-উলামাদের গ্রেপ্তারের মাধ্যমে এদেশে ইসলামের দাওয়াতকে বন্ধ করার ষড়যন্ত্র করছে।
এই জালেম সরকারের পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর নেতা-কর্মীরা ঘরে ফিরবে না। প্রয়োজনে পরবর্তীতে আরো কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।
খবর সম্পর্কে মন্তব্য করুন