স্টাফ রিপোর্টার,মোঃ শাহজাহান খন্দকার
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ তথ্য সুত্রে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ঘরজেয়াটারী মৌজাস্থ কালিরপাঠ এলাকা থেকে ফুলবাড়ীর রাবাইতারী এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ নুর আলম হেলাল(২৫) ও মোঃ আঃ হাকিম (৩০)কে ৩৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
খবর সম্পর্কে মন্তব্য করুন