মোঃ সামিউল আলম সায়মন নীলফামারী জেলা প্রতিনিধিঃ মহান স্বাধীনতার শহীদের স্মরণে নীলফামারী স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে জনতার ঢল নামে।
সকাল ৫টা ৫৭ মিনিটে জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সমিতি পুষ্পমাল্য অর্পণ করেন।
উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী ক্রীড়াবিদ আরিফ হোসেন মুন, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান পাটাশ, ওয়াদুদ রহমান, হাফিজুর রশিদ মঞ্জু, আমজাদ হোসেন,যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর সাদিক তুহিন প্রমুখ। একাত্তরের শহীদদের স্মরণে একমিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে অনুষ্ঠানে প্রথম পর্ব সমাপ্ত হয়। এছাড়াও ডোমার ডিমলা জলঢাকা সৈয়দপুর কিশোরগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হয়।
খবর সম্পর্কে মন্তব্য করুন