বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শিরিন আক্তার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা হিসাবে নির্বাচিত হয়েছেন।বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন শিক্ষিকা শিরিন আক্তারকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হিসাবে ঘোষনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দেবাশীষ ঘোষ, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার অলিউল ইসলাম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হুমায়ুন কবির, প্রধান শিক্ষক আফরোজা ইয়াসমিন লিপি ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
শিরিন আক্তার উপজেলা পর্যায় শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় তার বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দদের ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।
খবর সম্পর্কে মন্তব্য করুন