ক্রিয়া প্রতিনিধি –
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ জেমি ডের পারিশ্রমিক সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আর্থিক জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
জেমি ডের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও তাকে পাওনা পরিশোধ না করায় প্রায় কোটি টাকা জরিমানা গুনতে হচ্ছে বাফুফেকে। জরিমানার বিষয়টি জেমি ডে ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ উভয়ই নিশ্চিত করেছেন।
বাফুফের সাধারণ সম্পাদক বলেছেন, ‘আমাদের আইন বিভাগ ফিফার এ সিদ্ধান্তের বিপরীতে আপিল করবে। সেই প্রক্রিয়া নিয়েই আমরা কাজ করছি।’
২০২১ সালের ১৭ সেপ্টেম্বর তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় বাফুফে। যদিও জেমি ডে’র চুক্তির মেয়াদ ২০২২ সালের আগস্ট পর্যন্ত ছিল। দায়িত্ব থেকে সরালেও বাফুফে তার পাওনা পরিশোধ করেনি। এই কারণে জেমি আইনজীবীর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ দায়ের করেন। বাফুফে ফিফার সঙ্গে এ নিয়ে বেশ কয়েকবার আলোচনা করে। চলতে মাসের ১১ তারিখে ফিফার সবশেষ শুনানি শেষে রায় জেমির পক্ষে যায়।