
কুড়িগ্রাম প্রতিনিধি, মো শাহজাহান খন্দকার
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় সুখের বাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ দিন থেকে বন্ধ থাকলেও বিল ভাতা নিয়মিত উত্তলন করে আসছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান।সরেজমিনে গিয়ে দেখা গেছে সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও সুখের বাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মাসের পর মাস বন্ধ থাকে।প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগণ বরাবরই অনুপস্থিত থাকেন।প্রতিষ্ঠান কোটি টাকার নতুন ভবন থাকলেও নেই কোনো শিক্ষার্থী।সেখানে পড়াশোনা না হওয়ায় স্থানীয় শিক্ষার্থীদের অন্যত্রে ভর্তি করে দেয়।এর ফলে সেই এলাকায় পড়াশোনা থেকে কোমলমতি শিক্ষার্থীরা ঝরে পরছে।প্রতিষ্ঠানের শিক্ষকগণ দায়িত্ব পালন না করে প্রতিবছর সরকারি লক্ষ লক্ষ টাকা বেতন হিসবে উত্তলন করছে।অন্যদিকে প্রধান শিক্ষক বিদ্যালয়ে না এসে স্থানীয় শেফালী নামক এক মহিলাকে প্রতি মাসে চার হাজার টাকা বেতন দিয়ে মাঝে মধ্যে ক্লাসরুম ও অফিসকক্ষ খুলে রাখে।এদিকে বিদ্যালয়ে কেউ না আসায় ভবনের চার পাশে মৌচাক দিয়েছে এবং ভবনের ভিতর ময়লার স্তর জমে গেছে।বিদ্যালয়ের রেজিস্ট্রার অনুযায়ী ১৮৩ জন শিক্ষার্থী ভর্তি দেখানো হলেও উপস্থিত পাওয়া গেছে মাত্র ১০ জন।