স্টাফ রিপোর্টার,মোঃ শাহজাহান খন্দকার
কুড়িগ্রামের উলিপুরে বুড়িতিস্তা নদীতে ডুবে ইশরাত হোসেন শায়র(৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের মধ্যদড়িচর পাঁচপাড়া গ্রামে। শিশুটি স্থানীয় আল আমিন ইসলামিয়া একাডেমীর ১ম শ্রেনীর ছাত্র ছিলেন।
এলাকাবাসি তথ্য সুত্রে জানাযায় , মঙ্গলবার(২৮ মার্চ) আনুমানিক দুপুর সাড়ে ১২টায় মধ্য দড়িচর পাঁচপাড়া গ্রামের মোঃ ফরহাদ হোসেন জুয়েল তার স্ত্রীসহ ছেলে ইশরাত হোসেন শায়রকে নিয়ে বাড়ীর পার্শ্ববর্তী বুড়িতিস্তা নদীতে মাছ ধরতে যায়। মনের অজান্তে ছেলেকে ছেড়ে চলে আসে। মাছ ধরা শেষে বাড়ীতে পৌঁছে শিশু শায়রকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর এলাকা বাসি এক পর্যায়ে আনুমানিক দুপুর আড়াইটায় বুড়িতিস্তা নদীতে শিশু শায়র এর মরদেহ দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
খবর সম্পর্কে মন্তব্য করুন