
ওসমান গনি,স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা বাজারে অনলাইন ও আধুনিক প্রযুক্তি ভিত্তিক ব্যাংকি সেবা ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২ নভেম্বর)বেলা ১১টায় উপজেলার ইছাপুরা বাজার মেইন রোডে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ডি এম ডি মোঃ শাহাদাত হোসেন ইছাপুরা বাজার এজেন্ট শাখার শুভ উদ্বোধন করেন।এতে ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন মিয়ার সভাপতিত্বে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড মুন্সীগঞ্জ জেলা এরিয়া ম্যানেজার মো:রফিকুল রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ পল্লী বিদুৎ সমিতির জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ আলী,ডেপুটি ম্যানেজার সিরাজদিখান জোনাল অফিস মুন্সীগঞ্জ পল্লী বিদুৎ সমিতির খন্দকার মাহমুদুল হাসান,জৈনসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু,ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃনাসির উদ্দীন,বাংলাদেশ নিটিং উর্নাস এসোসিয়েশন সভাপতি মাহাবুব রহমান স্বপন,কোষাধ্যক্ষ মুন্সীগঞ্জ পল্লী বিদুৎ সমিতি সোয়েব হোসেন শামীম প্রমুখ।