আবির হোসেন সজল, লালমনিরহাট:
জীঁবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য, মানুষ কি পেতে পারে না একটু সহানুভূতি।
পঙ্গুত্ব যেন বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি শিমুলের জীবনে, তার অদম্য ইচ্ছে শক্তি ও সাহসিকতায় অসম্ভবকেও সম্ভব করেছে শিমুল, চালিয়ে গিয়েছে পড়াশোনা , জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছেন এসএসসি সমমানের পরীক্ষায়
লালমনিরহাটের আদিতমারী উপজেলার বিসিক শিল্প নগরীর মোঃ আফসার মিয়ার ছেলে, মো: শিমুল মিয়া,(১৬) মাতা: মোছাম্মদ সাহিদা বেগম।
পরিবার সূত্রে জানা যায়,শিমুল তিন বছর বয়সে ২০০৬ সালের ডিসেম্বর মাসে রাস্তা পার হতে ধরে ট্রাক এক্সিডেন্টে করে তার একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকের পরামর্শে অপারেশন করে তার একটি পা কেটে ফেলতে হয়। বর্তমানে সে শারীরিকভাবে সুস্থ্য থাকলেও একটি পা না থাকায় দৈনন্দিন চলাফেরা করতে খুবই কষ্ট পেতে হয় তাকে। তাই ভবিষ্যতে জীবনে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করতে সকলের সহযোগিতা চেয়েছেন শিমুলের পরিবার।
শিমুল মিয়া, মানসিকা ভকেশনাল স্কুল, লালমনিরহাট থেকে জিপিএ ৫.০০ পেয়ে এসএসসি পাশ করেন। পরিবারে বাবা, মা, বড় ভাই ও শিমুল রয়েছে।
আপনারা সহযোগিতায় শিমুল ফিরে পাবে তার পা, মুক্তি পাবে পঙ্গুত্ব থেকে।
শিমুল মিয়ার পরিবারের সাথে যোগাযোগ করতে চাইলে ফোন: 01315206258
খবর সম্পর্কে মন্তব্য করুন