
আবির হোসেন সজল, লালমনিরহাট:
বুধবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় লালমনিরহাট জেলা ছাত্রলীগ কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাটে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, বর্ণাঢ্য র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ জামান বিলাস-এঁর সভাপতিত্বে বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আরিফ ইসলাম-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এ সময় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্করসহ লালমনিরহাট জেলা ও উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।