
আবির হোসেন সজল, লালমনিরহাট জেলা প্রতিনিধি
সারা দেশের ন্যায় লালমনিরহাট জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমূখর পরিবেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা।
শারদীয় দূর্গাপূজা উদযাপনে লালমনিরহাট সদর উপজেলার বিভন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও নেতাকর্মীরা।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, কে জেলা শাখার নেত্বীবৃন্দ তিস্তা এলাকা থেকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল র্যালি নিয়ে মহাসড়কে হয়ে সার্কিট হাউজে অবস্থান নেন। এরপর বিকেল সারে চারটায় নেতাকর্মীদের নিয়ে মহেন্দ্র, পঞ্চগ্রাম, কুলঘাট, মোগলহাট ও পৌর এলাকার মন্দির পরিদর্শন শেষে সার্কিট হাউজে আসে।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন বর্জন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এ নিয়ে এখনই স্পষ্ট করে কিছু বলার সময় হয়নি। রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে সময় বলে দেবে এ ব্যাপারে আমাদের কী সিদ্বান্ত নিতে হবে।
এসময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন।
সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাড, নজরুল ইসলাম, পৌর জাতীর পার্টির সদস্য সচিব আলমগীর চৌধুরী, জেলা ছাত্র সমাজের আহবায়ক জাকিরুল ইসলাম।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্য জি এম কাদের বলেন জাতীয় পার্টির সব সময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল এবং থাকবে এ সময় তিনি প্রতিটা মন্দিরে অর্থ বরাদ্দ সহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন।