আবির হোসেন সজল, লালমনিরহাট :
(শুক্রবার ২৪ মার্চ) লালমনিরহাটে পবিত্র মাহে রমজানের শুরুতে প্রথম দিনে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন লালমনিহাট জেলা শাখার এর উদ্যোগে শুভ উদ্বোধন করা হয়, এসময় পথচারী রিকশাওয়ালা, পথ শিশু, গরীব অসহায়, নিম্ন আয়ের মানুষ সহ সুবিধা বঞ্চিত রোজাদার ব্যক্তিদের বিনামূল্যে পছন্দ মত ইফতার বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
লালমনিরহাট শহরের স্টেশন রোডে সোহরাওয়ার্দী মাঠের পাশে ফুটঅভার এর উপরে অস্থায়ী ভাবে তৈরি করা হয়েছে লালমনি বুফে ইফতার বুথ ছাউনি।।
স্বপ্নযাত্রী ফাউন্ডেশন সংগঠনটি এর উদ্যোগ রোজার প্রথম দিনে ১০০ শত রিকশা ওয়ালার মাঝে উন্নত মানের ইফতার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনির সদস্য সচিব মো: নাইম ইসলাম ও কার্যকারী সদস্য ও উপদেষ্টা লালমনিরহাট পৌর মেয়র জনাব: মোহম্মদ রেজাউল করিম স্বপন মো: এস নাহিদ জানান পর্যায় ক্রমে পুরো মাসব্যাপী ফ্রী ইফতার বিতরণ চলমান থাকবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল কলেজ, সহ স্কুল ও কলেজ পড়ুয়া এক ঝাক মেধাবী তরুণ / তরুণীদের নিরলস পরিশ্রমে এগিয়ে যাচ্ছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন লালমনিরহাট জেলা শাখা। পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের ঊর্ধ্বগতি হওয়াতে সাধারণ মানুষ দিশেহারা। এই সাধারন মানুষের পাশে বরাবরের মতো এবারও দাড়িয়েছে সংগঠনটি। এ সকল অসহায় মানুষ যেন সারাদিন রোজা রেখে স্বাচ্ছন্দে সুন্দর ভাবে ইফতার করতে পারে এ জন্যই তারা মাসব্যাপী লালমনি বুফে ইফতার বুথ এর আয়োজন করেছে। সংগঠনটির মূল ধারায় ছাত্র সমাজের নেতৃত্ব থাকার কারনে তারা মাসব্যাপী ফ্রী ইফতার বিতরণ চালাতে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে পারে বলে জানা যায়। এ জন্য সমাজের বিত্তবান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, বিশিষ্ট ব্যবসায়ী, সহ বিভিন্ন পেশাজীবি মানুষের কাছে সহায়তা চেয়েছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন লালমনিরহাট জেলা শাখা।।
বিস্তারিত জানতে কল করুন:
এস নাহিদ
সদস্য সচিব – 01575-472342
কোষাধ্যক্ষ- 01325013488
করোনা মহামারী সময়ে এই সংগঠনটি ছিল বেশ তৎপর। জীবনের ঝুঁকি নিয়ে সংগঠনির সদস্যবৃন্দ একদম ফ্রী অক্সিজেন সাপ্লাই দিয়ে আলোচনা শীর্ষে আসে সংগঠনটি। এ ছাড়াও প্রতি বছর পথ শিশুদের ফ্রী শপিংমল, ফ্রী বই বিতরণ সহ চোখে পরার মত নানা সামাজিক কাজ করে থাকে এই সংগঠনটি। এ ছাড়াও যুব সমাজ কে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিভিন্ন সময় সচেতনতা মূলক কর্মসূচীর আয়োজন করে থাকে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন লালমনিরহাট। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজ স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের এ রকম উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।
খবর সম্পর্কে মন্তব্য করুন