
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় সেচ্ছাসেবী সামাজিক ও অরাজনৈতিক সংগঠন অরবিট ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামের সাধারণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের লক্ষ্যে রোগ নির্ণয় ও প্রতিরোধ মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া আয়োজিত অনুষ্ঠানে ০৯নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হকের সভাপতিত্বে
বক্তব্য রাখেন মেঘনা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও অরবিট ফাউন্ডেশনের সদস্য জামিনুর রহমান, হরিচরণ লস্কর আর্দশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আলম, অরবিট ফাউন্ডেশনের সদস্য রুহুল আমীন দুলু মোস্কাক আহম্মেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গ্রামের গরীব অসহায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের লক্ষে অরবিট ফাউন্ডেশনে সদস্য ফরম পুরনের মাধ্যমে সল্পমূল্যে যাবতিয় চিকিৎসা সেবা নিতে পারিবেন।