জেলা পুলিশ তথ্য সুত্রে জানাযায়, উলিপুর থানার একটি চৌকস টিম উলিপুর থানাধীন তবকপুর বাজার এলাকায় থেকে রাতভর অভিযান পরিচালনা করে ১২ টি মাদক মামলা ও ১ টি অস্ত্র মামলা সহ ১৪ মামলার আসামী কুড়িগ্রাম জেলার কুখ্যাত মাদক কারবারি কুড়িগ্রাম জেলার, উলিপুর থানার,তবকপুর ইউনিয়ন এর দক্ষিণ উমানন্দ গ্রামের বাসিন্দা মোঃ নয়ন মিয়া (৩৬) কে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে উলিপুর উপজেলা পুলিশ প্রশাসন।
উক্ত নয়ন মিয়ার বিরুদ্ধে উলিপুর থানায় পূর্বের মাদক মামলা ৯ টি, অস্ত্র মামলা ১ টি ও অন্যান্য মামলা ১ টি সহ চিলমারী থানায় পূর্বের মাদক মামলা ২ টি এবং লালমনিরহাট সদর থানায় পূর্বের ০১ টি মাদক মামলা, সর্বমোট ১৪ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
খবর সম্পর্কে মন্তব্য করুন