মোঃ শাহাজাহান খন্দকার,স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা নামক এলাকায়,গত (১৬ মে) দিবাগত রাত্রে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘মোখা’র আঘাতে, ভূমিহীন আইয়ূব আলী নামের এক রিকশা চালকের শয়ন ঘড়ের উপর গাছ পড়ে ঘরটি ভাংচুর হয়ে যায়।
ভূমিহীন এই আইয়ূব আলী স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ছোট্ট এই টিনের ঘরে রিক্সা চালিয়ে কষ্টে দিনপার করতেন।কিন্তুু প্রাকৃতিক দূর্যোগ ঘূর্ণিঝড় ‘মোখা’র আঘাতে গাছের ডাল পড়ে ঘরটি বিধ্বস্ত হয়। অসহায় আইয়ূব আলীর পক্ষে নতুন করে ঘর নির্মাণ করা সম্ভব নয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষটি ছড়িয়ে পড়ে, তা জানতে পেরে ইউনিভার্সাল এমিটি(সেচ্ছাসেবী সংগঠন) সরেজমিন পর্যবেক্ষণ করে।
আইয়ূব আলী ও তার পরিবারকে ‘একটি ঘর’ উপহার দেয়ার জন্য ইউনিভার্সাল এমিটি সর্বাত্মক চেষ্টা করে।
আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রচেষ্টার পর আইয়ূব আলীর জন্য Abundance of Good Inc USA -এর অর্থায়নে,ইউনিভার্সাল এমিটির সহযোগীতায় একটি নতুন ঘর প্রদান করা হয়েছে।দিন মুজুর আইয়ুব আলী নতুন ঘর পেয়ে স্ব পরিবার আনন্দিত।