Entrepreneur and E-commerce Platform(EP)- উদ্যোক্তা প্ল্যাটফর্ম -কতৃক আয়োজিত মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় কোরআনের পাখিদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদ্যোক্তা প্লাটফর্ম এর মডারেটর মোঃমোত্তালিব হোসাইন, মডারেটর মোনালিসা রহমান, মডারেটর নাদিরা রিয়া সহ গ্রুপের সদস্যবৃন্দ।
উক্ত ইফতার বিতরনি কর্মসূচি বাস্তবায়নে অন্যতম ভুমিকা পালন করেছেন উক্ত উদ্যোক্তা প্লাটফর্ম এর সম্মানিত এডমিন রনি রহমান সহ প্লাটফর্মটির কো-এডমিন ও মডারেটরগণ।
প্লাটফর্ম টি উদ্যোক্তা তৈরির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে সফলতার সহিত।
খবর সম্পর্কে মন্তব্য করুন